করোনা নিয়ে আন্তর্জাতিক গানে কণ্ঠ দিলেন আমেরিকায় থাকা বাংলাদেশী তিন তরুণ!




এস জে আহমেদ, পাপী মনা এবং এলমাস আশরাফ। তিনজনই বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। করোনার বিশ্বের অনান্য দেশের মতো আমেরিকায় অনেক বাংলাদেশী এরই মধ্যে মারা গেছেন। তাঁদের উৎসর্গ করে নতুন গান রচনা করেছেন ও গেয়েছেন পাপী মনা, এসজে আহমেদ ও এলমাস আশরাফ। গানটির শিরোনাম করা হয়েছে ‘গাডেন অব ডেথ’ নামে। ইতোমধ্যে বিভিন্ন মিডিয়ায় গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। গানটির অন্যতম কণ্ঠশিল্পি পাপী মনা বলেন,
এই গানটি নিয়ে আমরা খুব আশাবাদী যে, এটা মানুষের মনে স্থান করে নিবে।


তিনি আরো বলেন, করোনার কারণে আমেরিকায় যে সকল বাংলাদেশী ইতোমধ্যে মারা গেছেন তাঁদের আত্মার শান্তি ও তাঁদের স্মরণে গাওয়া এই গানটির সুর করেছেন এস জে আহমেদ আর গান লেখার পাশাপাশি কন্ঠ দিয়েছি আমি, এস জে আহমেদ এবং এলমাস আশরাফ। গানটির ভিডিও পরিচালনা করেছি আমি ও এস জে আহমেদ। গানটি করোনায় মৃত্যুবরণ করা মানুষ সহ করোনায় আক্রান্ত পৃথিবীর সকল মানুষকে উৎসর্গ করে গাওয়া হয়েছে। এছাড়াও গানটি আন্তর্জাতিকভাবে আইটিউন, স্পোটিফাই, গুগল প্লে, ই-মিউজিকে প্রকাশ পেয়েছে। আশা করি, গানটি সকলে পছন্দ করবেন।

উল্লেখ্য যে, শিল্পী পাপী মনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি দর্শকরা দেখতে পাবেন। 






ইউটিউব লিংক
https://youtu.be/dCfUQf88t2U

নিউজ লিঙ্ক
http://aparadhsutra.net/posts/3351/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%21-%C2%A0?fbclid=IwAR2siJB8ULC2P8644XcOhh0pbSmVi1_d-KsXKjYxpLqvrth53d-FNRgjTX0

No comments

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Theme images by duncan1890. Powered by Blogger.