নাজিয়া নিগার-এর তিনটি কবিতা !



চাবুক সময়
কালের সময় অতিক্রম করছে চাবুক সময়েরা।
দলবেঁধে পিপীলিকা বাঁশি বাজায় বৃক্ষশাখের রঙ্গমঞ্চে।

মাঞ্জা দেয়া সুতোয় প্রত্যহ খুন হয় প্রহেলিকার জীবন!
অন্ধকারের সারাৎসারে দেখি অদৃশ্য আত্মার ভেদলিপি।

ঝিলের আবহে ঘোর অমানিশায় শামুকভাঙা ঠোঁট খোঁজে 
শামুকের রক্তমাংস,
এভাবে লড়াই করে বেঁচে আছে কিছু উড়ুক্কু মজলুম!

কাফন কাপড়ে বাসা বেঁধে চলে দাসের বন্দনা!
শেষ ট্রেনে ঘরে ফিরবার তাড়া নেই আজ কারো,
ডোমই কেবল জানে
ব্যবচ্ছেদের আগেই কেন মাতাল হতে হয়!

ক্ষুধার কবর খুঁড়ে এখন বাঁচার লড়াইটা যে বড়ো জরুরি!

[] নাজিয়া নিগার
২৯.৫.২০২০


এনথ্রপোসিন
মায়াঘেরা শকুনশহর;
পিচগলা পথে নাচে রক্তপ্রিয় ফসিল।
জ্বলন্ত কয়লার পাটাতনে ছুটে চলে উন্মনা সময়।

যাদুবতী স্ক্রীণে নিস্তরঙ্গ জীবনের 
বায়স্কোপে চলে প্লায়োসিন ও হেলোসিন,
তুমি আমি এনথ্রপোসিনের পালকে চড়ে 
চাষাবাদ করি হোমোসেপিয়েন্স!

ভূ-মন্ডলীয় বিবর্তনে আদ্যশক্তির নাভিশ্বাস ওঠা দেখি চেয়ে চেয়ে
ভোস্টক হ্রদের মানুষখেঁকো অণুজীব 
ঘুরে বেড়ায় বীরদর্পে!

ঘৃণা, ক্রোধ, হিংস্রতার মশাল হাতে ছুটে চলা 
সভ্যতা পুড়ে ভূ-মণ্ডলের ছাইদানিতে বসে 
তিরস্কার করে আজ!

অথচ ইউটোপিয়ার ক্যানভাসে চিত্রিত হতে পারতো 
আমাদের এমাউরট স্বর্গ!

হায়! থমাস মোর
সভ্যতার গিটারে বিলুপ্তির সুর বাজে,
শুনতে কি পাও তুমি?

[] নাজিয়া নিগার
২৯.৫.২০২০



বৈদান্তিক ভালোবাসা

অন্তহীন ভালোবাসা বন্দি আজ বুকের কফিনে
একটা মেঘলা আকাশ চেয়েছিলেম তোমার কাছে,
শীতল পাটিতে বিহঙ্গম প্রেম!

তুমি ছুঁয়ে দেবে বলে হতে পারিনি মৃণালিনী 
প্রেমার্ত সুরা হয়ে পান করা হলোনা শিঞ্জিনীর শব্দকেলি।

যুবতীরোদকেদারায় বসে রই;
ময়ূরকন্ঠী আঁচলে উড়ে বেড়ায় স্মৃতির গাঙচিল,
তোমার চোখের তারায় খুঁজে বেড়াই 
ভালোবাসার বেদ!

বুকের গহীনে শুকনো পাতার মরমর শব্দে কেঁপে ওঠে 
মনের শিলালিপি,
আমি ভেসে বেড়াই সপ্তক ষড়জের পাদদেশে...

অথচ তুমিই
পাল্টে দিয়েছো ভালোবাসার সমীকরণ
হৃদয়ের আবেশে হয়না তোমার মন উষ্ণ আজ!
মেতে ওঠেনা অমৃতসুধা প্রেমের মায়ায়
অনন্তকালের প্রেমজ রাত্রি......

এক পেয়ালা আবেগে ডুবসাঁতার দিয়ে বুঝেছি
তোমার ভালোবাসাটা ছিলো বৈদান্তিক!

[] নাজিয়া নিগার
২.৬.২০২০



1 comment:

  1. কালের সময় অতিক্রম করছে চাবুক সময়েরা।
    দলবেঁধে পিপীলিকা বাঁশি বাজায় বৃক্ষশাখের রঙ্গমঞ্চে।

    ReplyDelete

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Theme images by duncan1890. Powered by Blogger.