সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০১৯ পেলেন যারা
![]() |
অনুষ্ঠানে ২ শতাধিক কবি কবিতাপাঠ ও আবৃত্তি করেন। এছাড়া ১৬ জন লেখককে ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০১৯’ এবং সফল ব্যক্তিদের ‘সাহিত্য দিগন্ত পুরস্কার-২০১৯’ দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- আসলাম সানী (প্রবন্ধ), সাইফুল্লাহ মাহমুদ দুলাল (গবেষণা), রহীম শাহ (শিশুসাহিত্য), পিয়ারা বেগম (উপন্যাস), নূর-উন-নাহার মেরী (কবিতা), জেবুননেসা হেলেন (কবিতা), আকন আবু বকর (কবিতা), হাসিদা মুন (কবিতা ও শিশুসাহিত্য), মাহবুব হাসান বাবর (কথাসাহিত্য), মিলন খান (সংগীত পরিচালক), অপরাজিতা সংগীতা (চলচ্চিত্র পরিচালক), দীলরুবা দোয়েল (অভিনয়), শাহাদাৎ হোসেন মুন্না (সমাজসেবা), সৈয়দ একতেদার আলী (বাচিক শিল্পী), পলি রহমান (সংগীত), নিশি কাওসার (সংগীত) এবং আছমা খানম (শিক্ষা)।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিশি কাওসার, পলি রহমান ও নাহিদা পাঠান তুহিন। এছাড়াও ২টি সাহিত্য পত্রিকা এবং ৫ জন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত কবি ও অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয় ক্রেস্ট, সম্মাননা সনদ, শুভেচ্ছাপত্র, পলো শার্ট, টি শার্ট, ব্যাগ, আইডি কার্ড, দাওয়াতপত্র, ব্যাজ, পত্রিকা, বই, ফুল, ক্যান্ডি এবং স্ন্যাকস। পুরস্কারপ্রাপ্ত লেখকদের লেখা সাহিত্য দিগন্ত পত্রিকার পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাশরুরা লাকী, নুরুন নাহার শ্রাবণী, ইসমাইল জুমেল এবং জায়েদ হোসাইন লাকী। অনুষ্ঠানটি দুপুর ২টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।
No comments
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।