ঢাকা সাহিত্য পরিষদ-এর অভিষেক এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল।

 


আয়শা জাহান নুপুর, অনলাইন ডেস্ক : গতকাল ২২ অক্টোবর ২০২১ ঢাকার কাঁটাবনস্থ কবিতা ক্যাফতে অনুষ্ঠিত হলো ঢাকা সাহিত্য পরিষ-এর নতুন নির্বাহী কমিটির অভিষেক, 'সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২১' এবং ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড-২০২১ এর জমজমাট অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকা এবেং ঢাকার বাইরে থেকে ১৮৯ জন কবি, কথাসাহিত্যিক এবং বরেণ্য ব্যক্তিগণ উপস্থিন ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলা একাডেমির পরিচালক দেশের বরেণ্য কবি, বাচিকশিল্পী রহিমা আখতার কল্পনা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশের আরেকজন বরেণ্য বহুমাত্রিক শিল্পী, বাংলা একাডেমির উপ-পরিচালক, ড. শাহাদাৎ হোসেন নিপু, বাংলাদেশের মৎস্য অধিদপ্তর-এর প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ড. মো: সিরাজুর রহমান, উপমহাদেশের সংগীত সম্রাট আব্বাস উদ্দিন এর পুত্রবধু বাংলাদেশের সংগীত গুরু মোস্তফা জামান আব্বাসী এর সহধর্মিণী আসমা আব্বাসী, বরেণ্য বাচিক শিল্পী সৈয়দ একতেদার আলী, বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরাম এর সভাপতি, কথাসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী এবং বরেণ্য মিডিয়াব্যক্তিত্ব, একাত্তর টিভির সিনিয়র সংবাদ পাঠক, ফারজানা করিম।

 

সম্মানিত অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন, রত্নগর্ভা মা আসমা আব্বাসী, ড. সিরাজুর রহমান, কবি ফরিদা ইয়াসমিন, কবি ও সংগঠক রাজিয়া সুলতানা, কথাসাহিত্যিক শামীমা নাসরিন, কবিও কথা সাহিত্যিক, হাসিদা মুন, কবি ও কথা সাহিত্যিক নাহিদা আশরাফী, কবি ও কথাসাহিত্যিক কানিজ পারিজাত, গবেষক ড. জ্যোৎস্নালিপি, কবি ও সংগঠক সাঈদা নাইম, কবি ও সংগঠক শিমুল পারভিন, কবি ড : সাইদা হক,  কবি মতিয়ার রহমান, কবি এমদাদুল হক রিংকু, সাংবাদিক লিটন হাসান, কবি ও গবেষক জিয়াউল হক, লেখক ডাঃ নাইমা খানম, জায়েদ হোসাইন লাকী, কবি শিল্পী মাহমুদা, কবি ও কথাসাহিত্যিক রাশেদ রেহমান, কবি ও কথাসাহিত্যিক মেহবুবা হক রুমা, কবি ও কথাসাহিত্যিক জেসমিন দীপা, কবি ও বাচিকশিল্পী সালমা সুলতানা, কবি শারমিন জিকরিয়া, কবি ও কথাসাহিত্যিক হাবিবুর রহমান স্বপন, কবি মোস্তফা হায়দার, কবি আল-মাহমুদ মামুন, কবি আধ্যাপক সাইদুর রহমান, কবি ও কথাসাহিত্যিক মোঃ আব্দুল হামিদ সরকার, কবি বদরুজ্জামান, কবি ও কথাসাহিত্যিক খন্দকার দেলোয়ার জালালী, আশরাফুল হক মিঠু, কবি ও কথাসাহিত্যিক সেলিনা শেলি, কবি মোস্তফা হায়দার, কবি নিল হাসান, কবি আসমা খানম, কবি ও কথাসাহিত্যিক নূর আলম গন্ধী, সাংবাদিক সৈয়দ নাজমুল হাসান, সাংবাদিক বি এম এরশাদ, লেখক ও প্রকাশক মেহেদী হাসান শোয়েব, কবি ও উপস্থাপক আয়শা জাহান নূপুর, কবি ও কথাসাহিত্যিক নাদিরা খানম, গল্পকার রনি রেজা, কবি খন্দকার ফারহানা মুন্নি, কবি রোকসানা মহুয়া, কবি সিদ্দিকা ফেরদৌস তরু, কবি জাহিদ লীপু, কবি ও কথাসাহিত্যিক আশ্রাফ বাবু, কথাসাহিত্যিক আনিস আহমেদ, উপস্থাপক ফৌজিয়া ইসলাম তিষা, কবি নুরুন নাহার শ্রাবণী, কবি সুমা খান, কবি আলী হোসেন, কবি আব্দুল আজিজ, প্রাবন্ধিক লাইজু আক্তার, উপস্থাপক মোকমাইন কবির, কবি মোঃ শাহানুর রহমান, কবি রাজ মল্লিক, কবি আবীর আকাশ, কবি ও কথাসাহিত্যিক অধম নূর ইসলাম, বাংলাদেশ নারী লেখক সোসাইটির সদস্যগণ, চলচ্চিত্র পরিচালক সাইদ মাসুদ, যাদুশিল্পী শাহানি রাজীব, কথাসাহিত্যিক শারমিন রহমা্‌ কবি মানিক হোসেন, কবি মনোয়ার আবীর, কবি ফয়সাল আহমেদ, সূনৃত সুজন, কবি তোরাব রসুল, সৌরভী আলম আঁখি, কবি মরিয়ম জাহান, কথাসাহিত্যিক ফারহা ফাওজিয়া অতসী, কবি ও কথাসাহিত্যিক নাইমা রুম্মান, কবি ও কথাসাহিত্যিক আইভী মামুন প্রমুখ।  

 

সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২১ পেলেন যারা, ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম (কলামিস্ট), কামরুন নাহার রুনু (কবিতা), আশরাফুল হক মিঠু (কবিতা ও কথাসাহিত্য), রাজশ্রী বন্দোপাধ্যায় (কবিতা-কলকাতা), কানিজ পারিজাত (গল্পকার), শারমিন রহমান (প্রাবন্ধিক), রনি রেজা (কথাশিল্পী), জেসমিন দীপা (কথাসাহিত্য), মেহবুবা হক রুমা (কবিতা ও কথাসাহিত্য), সালমা সুলতানা (গল্পকার), ড. জ্যোৎস্নালিপি (গবেষণা), নূর আলম গন্ধী (শিশুসাহিত্য), আশ্রাফ বাবু (কবি ও প্রাবন্ধিক), আনিস আহমেদ (প্রাবন্ধিক), খন্দকার ফারহানা মুন্নি (কবিতা), মো: আব্দুল হামিদ সরকার (কবিতা), জেবিন আখন্দ (কবিতা), সোমা খান (কবিতা), অধম নূর ইসলাম ((কবিতা ও কথাসাহিত্য), সৌরভী আলম আঁখি (উপন্যাস), সামিরা আব্বাসী (কথাশিল্পী), হাসিদা মুন (প্রাবন্ধিক), মোস্তফা হায়দার (কবিতা), শারমিন জিকরিয়া (কথাসাহিত্য)।

 

ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড-২০২১ পেলেন যারা, সৈয়দ রানা মুস্তফী (মিডিয়াব্যক্তিত্ব), ফারজানা করিম (মিডিয়াব্যক্তিত্ব) বাংলাদেশ নারী লেখক সোসাইটি (শ্রেষ্ঠ সংগঠন), রাজিয়া সুলতানা (সংগঠক), ড. শামীম রফিক (গবেষক), সৈয়দ একতেদার আলী (সংগীত), ফরিদা ইয়াসমিন (শিক্ষাবিদ), শিমুল পারভীন (আবৃত্তি) সাদেকা বেগম (সমাজকল্যাণ), আসমা খানম (শিক্ষাবিদ), তারেক মাসুদ (চলচ্চিত্র পরিচালক, মরণোত্তর), লিটন হাসান (সাংবাদিকতা), শাহানি রাজীব (যাদুশিল্পী), ফারদিন সজল (তথ্যপ্রযুক্তি)।  

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক জিয়াউল হক (সভাপতি, ঢাকা সাহিত্য পরিষদ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক জায়েদ হোসাইন লাকী, আয়শা জাহান নুপুর (সাধারণ সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ), ফৌজিয়া ইসলাম তিষা (সাহিত্য সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ), এবং মোকমাইন কবির (সমাজকল্যাণ সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ)।

 

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন নুরুন নাহার শ্রাবণী, রোকসানা মহুয়া, নাদীরা খানম প্রমুখ। অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হয়ে একটানা রাত ৯টা পর্যন্ত চলে।    

No comments

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Theme images by duncan1890. Powered by Blogger.