খোরশেদ আলম এর তিনটি কবিতা


অভিনন্দন নতুন পথের জন্য

অভিনন্দন তোমায়

রেখেছো গোপন করে

নিজের অভিপ্রায়

শুভাশীষ রইলো নতুন পথ চলায়।


খুশির খবর ছড়িয়ে দিলে

দ্বিগুণ হয় আনন্দ...

রেখেছো আড়াল করে

কিসের এত দ্বন্দ !

 

দীপ্ত প্রতি পদক্ষেপে

সিক্ত কর ধরণী

ভরে থাক দু’হাত তোমার

রিক্ত হোক রজনী।

 

ভালো সময়ে সব ভুলে যাও

খারাপ সময়ের অনুভব...

তাকিয়ে তাকিয়ে দেখবে

চারিদিকে শুধু কলরব ।

 

দোয়া করো দু’হাত তুলে

পরম করুনাময়ে দাও সালাম,

তিনিই সব কিছুর একমাত্র মালিক

তিনি রহমানুর রহমান।

 

শোকর করি আল্লাাহ্ তায়ালার

দিয়েছেন করে সুযোগ তোমার,

শুভ কামনা নতুন পথের জন্য

ভালোবাসা রইলো অফুরন্ত।

 

 

চাই না হাত পেতে নিতে

বাসবো না ভালো তোকে

করবো না আর আদর...

নিতে পারিস না কোলে আমায়

ভেঙ্গে যায় তোর পাঁজর ।

 

যত আদর মুখে মুখে

নেই দেখা তো কোন সুখে

নিবো না ওই ভালোবাসা

দেখবো না তোর মুখ।

 

এইতো বেশ যাচ্ছে কেটে

গায়ে আতর ধুলো মেখে

চলছি পথে নিয়মিতই

চাই না হাত পেতে নিতে।

 

থাক না তুই যেমন আছিস

কর তোর যা মন চায়

একটায় কাজ না হলে তোর

দশটা পথ খুলে যায়।

 

ঢং দেখে তোর মাথা ঘোরে

সং গুলোই তোর সাথে চলে

ঐ পথে চলবো না আর

মরবো না আর মাথা কুটে।

 

 

দেখাসনে ভয় দাম বাড়ার

আর দিস না নুনের ছিঁটা

পুরো গায়ে ঘা...

যাচ্ছে জ্বলে সারা শরীর

যায়নি পেঁয়াজের ঝাঁঝ।

 

এক গুজবে ঝালা পালা

আর গুজব ছড়াস না...

গরীব মানুষ যাচ্ছে পিসে

নুন ছাড়া পান্তা খা।

 

দেখাস নে ভয় দাম বাড়ার

আমরা স্বাধীন জাতি ...

খেতে পারি মাংস কিনে

নুন এমন কি ভারি?

 

তাই বলি চেপে যাও

চুপচাপ মেপে যাও ...

কেউ দিবে না আড়ি

বললে কথা লেজ গুটিয়ে

যেতে হবে বাড়ী।

 

 

 

No comments

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Theme images by duncan1890. Powered by Blogger.