দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার ২০১৮-১৯ পেলেন যারা



সম্প্রতি সাহিত্য দিগন্ত পত্রিকা এবং দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকার আয়োজিত দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার ২০১৮-১৯ ঘোষণা দেওয়া হয়েছে। 

রাজধানীর কাঁটাবনের দীপনপুরে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত ২৩৪ জন কবি-লেখক, সাহিত্যানুরাগীরা অংশ নেন। কবি ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। 

আরও উপস্থিত ছিলেন- কবি কাজী রোজী, আসলাম সানী, সৈয়দ আল ফারুক, গোলাম কিবরিয়া পিনু, শ্যামসুন্দর শিকদার, ড. শোয়াইব জিবরান, ড. শাহাদাৎ হোসেন নিপু, কানাই সরকার, রেজাউদ্দিন স্ট্যালিন প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উপহার স্বরূপ সম্মাননা সনদ, আইডি কার্ড, পলো শার্ট, লাভ ক্যান্ডি এবং ফুল দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত লেখকদের দেওয়া হয় ক্রেস্ট, সম্মাননা সনদ ও উপহার সামগ্রী। অনুষ্ঠানে আগত কবিরা কবিতা পাঠ করেন এবং তাদের কবি হয়ে ওঠার গল্প শোনান। 

কবিতা পাঠ ছাড়াও দুই কবির জন্মদিন এবং এক কবি দম্পতির বিবাহবার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার ২০১৮ পেয়েছেন- তামান্না সেতু, ড. আশরাফ পিন্টু, ড. বাকী বিল্লাহ বিকুল, রহিমা আক্তার মৌ, আশরাফুল মোসাদ্দেক, অর্ণব আশিক, মাহবুবা ফারুক, প্রত্যয় হামিদ, রাফিউদ্দিন রাফি, হাসনাত আমজাদ।

দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার ২০১৯ পেয়েছেন- মোস্তফা মনন, জিয়াউল হক, শাহমুব জুয়েল, ড. গাজী রহমান, ফজলুল হক সিদ্দিকী, শাহীন রেজা, পরিতোষ হালদার, হাবিবা বেগম, তৌফিক জহুর, অরবিন্দ চক্রবর্তী, রহমান মুজিব, তাহমিনা বেগম, মাসুমা টফি একা, রহীম শাহ।

কবি জায়েদ হোসাইন লাকী ও শফিউল আজম এর পরিকল্পনায় অনুষ্ঠানটির  সমন্বয়কারী ছিলেন কবি নুরুন নাহার শ্রাবনী এবং ফারহানা সোনালী। সঞ্চালক ছিলেন ড. শামস আলদীন, মুনমুন খান, ফারজানা ইসলাম, হাবিবা মুসতারিন, নাহিদা পাঠান তুহিন।  

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক কবি জায়েদ হোসাইন লাকী।


No comments

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Theme images by duncan1890. Powered by Blogger.